রহিদুল ইসলাম, মেটেলি: করোনা রুখতে এলাকার যুবক সহ পুলিশকর্মীদের ভূমিকায় সংবর্ধনা দেওয়া হল। শুক্রবার সামসিং জনকল্যাণ সংঘের তরফে সামসিং ভানুভক্ত মোড়ে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সামসিংয়ে বহিরাগত কেউ যাতে প্রবেশ না করতে না পারে তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এলাকার যুবকরা ব্যারিকেড পাহাড়া দিচ্ছে। এছাড়াও রাতে এলাকায় টহলদারি চালাচ্ছে। পুলিশকর্মীরাও দিনরাত কাজ করছেন। তাদের এই কাজের জন্য এদিন সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংঘের সভাপতি সঞ্জয়রাজ বিশ্ব, রাজকুমার বাড়াইলি, অরুণা শর্মা প্রমুখ।
আরও পড়ুন: করোনার মাঝেই ব্যক্তির রহস্যজনক মৃত্যু
একদিকে যখন পুলিশের ভূমিকায় তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে পাশাপাশি দেশকে করোনা মুক্ত করতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। এদিন লকডাউনকে কার্যকর করতে সক্রিয় ভূমিকা পালন করল মেটেলি থানার পুলিশ। পুলিশের তরফে বিভিন্ন বাজার ও ব্যাংকে অভিযান চালানো হয়।
এদিন চালসার দৈনিক বাজার সহ বিভিন্ন ব্যাংকে পুলিশের তরফে অভিযান চালানো হয়। বিভিন্ন এলাকায় গিয়ে মাস্কবিহীন ব্যবসায়ী ও ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা হয়।