পলাশবাড়ি: আলিপুরদুয়ার জেলা পরিষদের শিলবাড়িহাটের নিরাপত্তার স্বার্থে উদ্যোগ গ্রহণ করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সোনাপুর ফাঁড়ির পুলিশ শিলবাড়িহাটে এসে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আরজি পার্টি গঠন করেন। সূত্রের খবর, অন্যান্য হাটবাজারেও এভাবে আরজি পার্টি গঠনের চেষ্টা শুরু করেছে পুলিশ। এবার পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদের দ্বারা গঠিত আরজি পার্টিও রাতভর হাট পাহারা দেবে। হাটবাজারে চুরি বা ডাকাতি রুখতেই পুলিশ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ফালাকাটা, সোনাপুর সহ নানা জায়গায় বেশ কিছু চুরির ঘটনা ঘটে। সোনাপুর ফাঁড়ির অন্তর্গত এলাকায় সোনাপুরের পাশাপাশি শিলবাড়িহাট, শালকুমারহাট, বাবুরহাট, মথুরাহাট সহ বেশ কয়েকটি বড় বাজার রয়েছে। তাই পুলিশের উদ্যোগে এইসব হাটে আরজি পার্টি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন সন্ধ্যায় পলাশবাড়ির শিলবাড়িহাটে এসে ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন সোনাপুর ফাঁড়ির ওসি তাপস হোড়। সেখানে হাটের ব্যবসায়ীদের পাশাপাশি পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ পাল উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে খবর, এই হাটে দু’শোরও বেশি স্থায়ী ব্যবসায়ী রয়েছেন। আরজি পার্টির জন্য ব্যবসায়ীদের নিয়ে ৬-৭ জনের গ্রুপ তৈরি করা হয়েছে। প্রতিরাতে রোটেসন অনুযায়ী এই আরজি পার্টির গ্রুপ হাটে পাহারা দেবে। এজন্য পুলিশের তরফেও ব্যবসায়ীদের নানাভাবে সহায়তা করা হবে। এ প্রসঙ্গে পুলিশের ওসি তাপস হোড় বলেন, ‘বাবুরহাটে আরজি পার্টি করা হয়েছে।’
এদিন শিলবাড়িহাটে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আরজি পার্টি গঠন করা হয়েছে। রাত পাহারার দায়িত্বে থাকা ব্যবসায়ীদের পুলিশের তরফে লাঠি, টর্চ লাইট দেওয়া হবে। শনিবার শালকুমারহাটেও একইভাবে আরজি পার্টি গঠন করা হবে।’ এছাড়াও প্রতি রাতে পুলিশের টহলদারি জারি থাকবে বলেও তিনি জানিয়েছেন। উপপ্রধান তথা শিলবাড়িহাটের ব্যবসায়ী সৌরভ পাল বলেন, ‘অনেক আগে শিলবাড়িহাটে আরজি পার্টি ছিল। কিন্তু মাঝখানে তা বন্ধ হয়ে যায়। এদিন পুলিশ ভাল উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীরা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শনিবার রাত থেকেই এই হাটে আরজি পার্টির পাহারা শুরু হবে।’