রায়গঞ্জ: গত বুধবার রায়গঞ্জের(Raiganj) কাচিমুহাতে খবর করতে গিয়ে এক পুলিশকর্মীর হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। কিন্তু, রায়গঞ্জ থানার পুলিশ নজিরবিহীনভাবে অভিযুক্ত ওই পুলিশকর্মীকে জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে জোট বেঁধে আন্দোলনে নেমেছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা। আগামীকাল থেকে রায়গঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পাশাপাশি পুলিশকে অসহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। শনিবার রায়গঞ্জ কাণ্ডে পুলিশের ভূমিকার নিরপেক্ষ তদন্তের দাবিতে শিলিগুড়িতে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন উত্তরবঙ্গের প্রতিটি জেলার প্রেস ক্লাবের সদস্যরা। এছাড়াও রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ, জেলাশাসককে ডেপুটেশন ছাড়াও পেনডাউন কর্মসূচি নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রতিবাদ কর্সসূচিতে জেলার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বের সহযোগিতা ও সমর্থন চেয়ে প্রেস ক্লাবের তরফে চিঠি দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন, ‘সাংবাদিক নিগ্রহ কাণ্ডে অভিযুক্তকে জামিন পেতে রায়গঞ্জ থানা নজিরবিহীন পক্ষপাতিত্ব করেছে। পুলিশের এই ভূমিকায় বিস্মিত আইনজীবীরাও। আগামীকাল থেকে রায়গঞ্জ থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রকৃত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে লাগাতার আন্দোলনে নামা হবে।’
ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
রায়গঞ্জ: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রিয়ব্রত পাল (৪৭)। বাড়ি রায়গঞ্জের(Raiganj)...
Read more