দিনহাটা : গত কয়েকদিন থেকেই দিনহাটা পুর এলাকায় লকডাউন অমান্য করে বাইকবাজদের দাপট বেড়েছিল। এছাড়া পুর প্রশাসনের দেওয়া নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়েও কিছু মানুষ শহরের নানা এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, এক্ষেত্রে কেউ রেশন, কেউ চিকিৎসকের পুরোনো প্রেসক্রিপশনকে সামনে রেখে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তেমনি অনেকেই এমন রয়েছেন যারা বাইকে ইমারজেন্সি ডিউটির কাগজ লাগিয়ে ঘুরেছিলেন। লকডাউন ভাঙার পাশাপাশি এদের একাংশ ট্রাফিক নিয়মকানুকেও তোয়াক্কা করছিলেন না। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দিনহাটা থানার পুলিশ।
রবিবার দিনহাটা পাঁচমাথার মোড়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দও এবং এসআই রাজু রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী প্রতিটি বাইক ও গাড়ি থামিয়ে তাঁদের বাইরে বেরোনোর কারন জিজ্ঞাসা করে। কেউ কেউ উত্তর দিতে পারলেও অনেকেই যথাযথ উত্তর দিতে পারেননি। অনেকে আবার হেলমেট ছাড়াও বাইক চালাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। দিনহাটা থানার আইসি সঞ্জয় দও বলেন, নিয়ম না মেনে যারা এদিন বাইরে বেরিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিনের অভিযানকে সমর্থন করেন পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহও। তিনি বলেন, বাসিন্দাদের সুবিধার্থে একাধিক সুবিধা দিচ্ছে পুরসভা। তারপরেও কিছু অসচেতন বাসিন্দা বিপদকে তোয়াক্কা না করে বাইরে বেরোচ্ছেন। তাই পুলিশ প্রশাসন যা করছে তা প্রশংসনীয়। এদিকে পুর এলাকায় লকডাউনের মধ্যে বাসিন্দারা যাতে তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিস ঘরে তুলতে পারেন, সেজন্য রবিবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বাজার ও মুদিখানা খোলা রাখার নিয়ম চালু হল দিনহাটায়।