কৌশিক শীল, বানারহাট : খাদ্যসামগ্রী বিলি করতে গিয়ে পুলিশের বাধায় ফিরে আসতে হল সাংসদকে। রবিবার দুপুরের দিকে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বান্দাপানি চা বাগানে ত্রাণ বিলি করতে গিয়ে বাধার সম্মুখীন হন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। উল্লেখ্য, বান্দাপানি চা বাগানটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং সাংসদ হবার পর তিনি ওই বাগানটিকে দত্তক নেন।
বিভিন্ন সময়ে ওই বাগানের বাসিন্দাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এই লকডাউনের সময়ে স্বাভাবিকভাবেই বাগানটির শ্রমিকরা বহু কষ্টে দিন কাটাতে বাধ্য হচ্ছিলেন। তাই তিনি এদিন দুই শতাধিক পরিবারকে বিলি করার মতো খাদ্যসামগ্রী নিয়ে বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু কারবালা চা বাগানে রেতি নদীর কাছে তাকে বাধা দেয় বানারহাট থানার পুলিশ। পুলিশের বাধায় ত্রাণ সামগ্রী ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হন সাংসদ। ঠিক কি কারণে তাকে যেতে দেওয়া হবে না, সে বিষয়ে পুলিশ কোনো সদুত্তর দেয়নি বলেও বারলা দাবি করেছেন।
এদিনের ঘটনায় ক্ষুব্ধ সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রী মুখে বলছেন, এই সময়ে রাজনীতি ভুলে সকলকে করোনা পরিস্থিতির মোকাবিলা করতে। অথচ আমি বিজেপির সাংসদ বলে আমাকে বন্ধ বাগানের বাসিন্দাদের ত্রাণ সামগ্রী বিলিতে বাধা দিচ্ছেন। এ তো দুমুখো নীতি। আমরা এর নিন্দা করছি। কোনো তৃণমূল নেতাকে তো ত্রাণ বিলি করতে বাধা দেওয়ার কথা শোনা যায়নি। তাছাড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানো কি অপরাধ?‘ এ বিষয়ে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা-র কাছে জানতে চাওয়া হলে তিনি এবিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি।