ডিজিটাল ডেস্ক : দু’দিন আগেই কর্ণাটকে হিজাব বিতর্কে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল দেশজুড়ে। এরপর হালাল মাংস বিক্রি নিয়ে নিষেধাজ্ঞা জারি করার দাবি তোলা হয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে। আর এবার কর্ণাটকের বিভিন্ন মসজিদে মাইক বাজানো বন্ধ করার দাবি তোলে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এই পরিস্থিতিতে সমস্ত মসজিদকে কর্ণাটক পুলিশের তরফ থেকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত ডেসিবেলের মধ্যে মাইক বাজাতে হবে। যদি তা না হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মসজিদগুলির বিরুদ্ধে। সব মিলিয়ে কর্ণাটকে ধর্মীয় মেরুকরণ প্রসঙ্গ জোরদার হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে যে বিতর্ক বাড়ছে, তা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনা এড়াতে পরনের শাড়ি খুলে টাঙিয়ে দিলেন মহিলা