লখনউ: এক রেলযাত্রীকে ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে বাঁচালেন এক মহিলা পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে লখনউ স্টেশনে। ভারতীয় রেলের তরফে টুইটারে ২৩ ফেব্রুয়ারি ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লখনউ স্টেশনে ট্রেনে উঠতে যাচ্ছেন এক মহিলা যাত্রী। সেসময় আচমকাই তিনি পড়ে যান। ততক্ষণে গতি বাড়িয়ে ফেলেছে ট্রেন। আরেকটু হলেই ঘটে যাচ্ছিল ভয়ংকর দুর্ঘটনা। সেসময় হঠাৎই দেবদূতের মতো উপস্থিত হন প্ল্যাটফর্মে কর্মরত মহিলা কনস্টেবল বিনীতা কুমারী। তিনি ছুটে এসে ট্রেনে কাটা পড়ার হাত থেকে ওই মহিলা যাত্রীকে বাঁচান। বিনীতার উপস্থিত বুদ্ধির জেরেই এ যাত্রায় রক্ষা পেয়েছেন ওই যাত্রী। তাঁর কাজের প্রশংসা করেছেন নেটিজেনরা।
लखनऊ स्टेशन पर महिला यात्री चलती ट्रेन में चढ़ने का प्रयास करते हुए गिर गई, जिसे ड्यूटी पर तैनात सतर्क कॉन्स्टेबल विनीता कुमारी द्वारा त्वरित कार्रवाई करते हुए सुरक्षित बचा लिया गया।
आप से अनुरोध है की चलती हुई गाड़ी में चढ़ने-उतरने का प्रयास ना करें यह जानलेवा हो सकता है। pic.twitter.com/wLFF87yn0f
— Ministry of Railways (@RailMinIndia) February 23, 2021