চাঁচল: চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে থানায় দুটি মোবাইল চুরির অভিযোগ দায়ের করে চাঁচল ২ ব্লকের শুক্রবাড়ি গ্রামের এক ব্যবসায়ী। তাঁর নাম জিয়াউল হক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। মোবাইল দুটি উদ্ধার করে শনিবার মালিকের হাতে দুটি ফোন তুলে দেন চাঁচল থানার এএসআই দিলওয়ার হোসেন।
হারানো মোবাইল ফেরত পেয়ে খুশি জিয়াউল হক। তিনি জানান, জানুয়ারি মাসে মোবাইল দুটি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। থানায় অভিযোগও জানিয়েছিলাম। তবে মোবাইল ফেরত পাব এই আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু চাঁচল থানার পুলিশ তৎপর হয়ে মোবাইল উদ্ধার করেছে। চাঁচল থানার পুলিশকে ধন্যবাদ।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, লোকেশন ট্র্যাক করে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে একটি ও আরেকটি মোবাইল মহারাষ্ট্র থেকে উদ্ধার করা হয়েছে। এদিন প্রকৃত মালিকের হাতে সেগুলি তুলে দেওয়া হয়েছে।