তপন: পুলিশের মানবিক রূপ। ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন(Mental imbalance) এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন তপন থানার রামপুর ফাঁড়ির পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম প্রদীপকুমার যাদব(২৫)। ছেলেকে কাছে পেয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের লোকজন।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের(Jharkhand) দেওঘর জেলার ভুমরতর এলাকার বাসিন্দা মুরলীধরী যাদবের ছেলে প্রদীপকুমার যাদব। কোচবিহারের একটি সংস্থায় কাজ করত প্রদীপ। কিছুদিন আগে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। তারপর থেকে নিঁখোজ হয়ে যায়। শনিবার সন্ধ্যায় রামপুর বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে প্রদীপকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় মানুষজন। এরপর খবর দেওয়া হয় রামপুর ফাঁড়িতে। রাতেই তপন থানার রামপুর ফাঁড়ির পুলিশ যুবককে উদ্ধার করে। যুবকের নাম পরিচয় জেনে পুলিশ তাঁর পরিবারকে খবর দেন। ছেলেকে খুঁজে পাবার খবর পেয়ে এদিন রামপুর ফাঁড়িতে যান পরিবারের লোকজন। এরপর পুলিশকর্মীরা ওই যুবককে পরিবারের হাতে তুলে দেন। যুবকের বাবা মুরলীধরী যাদব বলেন, ‘ছেলেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও খুঁজে পাইনি। ছেলেকে কাছে পেয়ে ভালো লাগছে।’
আরও পড়ুন: Minors drowned in the river | মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল নাবালক