ফালাকাটা: কারও বাজার করতে গিয়ে হারিয়ে গিয়েছিল মোবাইল, কারও আবার ডিউটি করতে গিয়ে চুরি হয়ে যায়। এমন অনেকেই ফোন হারিয়ে দ্বারস্থ হয়েছিলেন ফালাকাটা(Falakata) থানার। প্রায় দু’তিন মাসের চেষ্টায় খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। উদ্ধার হওয়া ওই মোবাইলগুলি বুধবার ফালাকাটা থানায় প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার জানান, এদিন ১৫ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।