বালুরঘাট: জন্ম থেকেই হাঁটতে চলতে পারেন না পায়েল পাল। উচ্চতায়ও প্রায় ২ ফুট। শুধুমাত্র কলম ধরতে পারেন তিনি। সেভাবেই ইচ্ছাশক্তির জেরে মায়ের কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দিতে গেছেন পায়েল। আর তাতেই বাজিমাত। ৮০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছেন তিনি। মেয়ের সাফল্যে আনন্দিত হলেও, উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পায়েলের বাবা মা। কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার। এখন মেয়ের পড়াশোনার খরচ কীভাবে চালানো যাবে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাল দম্পতির।
বিষয়টি জানার পরই শুক্রবার ওই এলাকায় যান ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। জেলা পুলিশ ও বালুরঘাট থানার পুলিশের তরফে পায়েলকে একটি ট্রাইসাইকেল দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে যাতে সে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার জন্য সবরকম ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ।
আরও পড়ুন : মাওবাদী পরিবারের মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে নজরকাড়া সাফল্য