বিদেশ বসু, মালবাজারঃ করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে দেশজুড়ে চলছে লকডাউন। এর জেরে ডুয়ার্স ও লাগোয়া পাহাড়ি এলাকাগুলিতে আটকে পড়েছেন বহু শ্রমিক। অবশেষে ধৈর্য্য হারিয়ে লকডাউন উপেক্ষা করেই পায়ে হেঁটে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওই শ্রমিকরা। বুধবার মেটেলি ব্লকের নেওড়া নদী লাগোয়া এলাকায় একটি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দল পায়ে হেঁটে বিহারে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাল শহরের কাছে বাঁশবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে আটকে দেওয়া হয় তাঁদের।
অন্যদিকে, গরুবাথান এলাকা থেকে কয়েকজন ঠিকা যুবক শ্রমিক পায়ে হেঁটে গরুবাথান থেকে দিনহাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তাঁদেরও পথে আটকে দেওয়া হয়। খবর পেয়ে এ বিষয়ে হস্তক্ষেপ করেন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা।
মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী বলেন, ‘ঘোষিত নীতি অনুযায়ী, বর্তমানে শ্রমিকরা যেখানে রয়েছেন তাঁদের সেখানেই থাকতে হবে। ওই শ্রমিকদের নিজেদের কর্মস্থলেই থাকতে বলা হয়েছে। আপাতত তাঁদের যাতে খাবারের কোনও সমস্যা না হয় সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এ বিষয়ে নজর রাখছি।’ ডামডিম গ্রাম পঞ্চায়েতের সদস্য তীর্থঙ্কর মজুমদার বলেন, ‘আমরা ওই ঠিকা শ্রমিকদের উপর নজর রেখেছি।’
উল্লেখ্য, এর আগে একদফায় বেশ কয়েকজন ঠিকা শ্রমিক নেওড়া নদী এলাকা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই দফাতেও মালের বিডিও হাসিন জাহেরা রিজভি এবং মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করেন।