দিনহাটা: দিনহাটা(Dinhata) শহর জুড়ে একশো গাছ লাগানোর পরিকল্পনা নিল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার দিনহাটা থানার উদ্যোগে সংহতি ময়দানে বৃক্ষরোপণ উৎসবে এই কর্মসূচির ঘোষণা করেন দিনহাটা থানার আইসি সুরোজ থাপা। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, এসডিপিও ত্রিদিব সরকার সহ অন্যান্যরা।
জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, বর্ষাকালে সমগ্র জেলাজুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে। আজ দিনহাটা থানার উদ্যোগে এই কর্মসূচি হল। পাশাপাশি তিনি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ বাসিন্দাদেরও গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। পরে দিনহাটা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে সংহতি ময়দানে চারাগাছ রোপণ করেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এরপর সাধারণ মানুষকে বৃক্ষরোপণ নিয়ে সচেতন করতে একটি র্যালিও বের করে দিনহাটা থানা, যা সমগ্র দিনহাটা শহর পরিক্রমা করে। এদিন সংহতি ময়দানের পাশাপাশি দিনহাটা কলেজেও দিনহাটা থানার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।