ডিজিটাল ডেস্কঃ জম্মু এবং কাশ্মীরে শান্তি বজায় রাখতে যখন নিরাপত্তা বাহিনীর তরফ থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তখন জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হলেন এক পুলিশকর্মী। বিগত কয়েকদিন যাবত জঙ্গিদের নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনীর তরফ থেকে একের পর এক এনকাউন্টার চালানো হচ্ছে এবং তাতে সাফল্যও আসছে যথারীতি। কিন্তু সেই সাফল্যের পর এবার পাল্টা জঙ্গিরা হামলা শুরু করেছে। গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন এক পুলিশকর্মী। মঙ্গলবার আরও একবার জঙ্গিরা নিশানা করল পুলিশকে। কাশ্মীরের সোপিয়ান জেলায় সাবির আহমেদ নামক এক পুলিশকর্মীকে গুলি করে জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীনগরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জঙ্গির খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সোপিয়ানে এএসআইকে লক্ষ্য করে গুলি