উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রেললাইন(railline) পেরোতে গিয়ে প্রাণ খোয়াতে চলেছিলেন এক বৃদ্ধা(old woman। শেষ পর্যন্ত কর্তব্যরত রেলপুলিশের কর্মীর তৎপরতা ও সাহসী পদক্ষেপের জেরে প্রাণে বাঁচলেন তিনি। সম্প্রতি টুইটারে এমনই এক ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা প্ল্যাটফর্ম থেকে রেললাইনে নামতেই আচমকা ট্রেন চলে আসে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত কর্তব্যরত আরপিএফ কর্মী সাহসিকতার সঙ্গে ওই বৃদ্ধাকে রেল লাইন থেকে টেনে তোলেন। পোস্টটিতে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে ঝাঁসি মণ্ডলের ললিতপুর স্টেশনে। সেই সঙ্গে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় যাত্রীদের ফুট ওভারব্রিজকেই ব্যবহার করার অনুরোধ করেছে রেল মন্ত্রক। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। রেল পুলিশকর্মীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেক নেট ব্যবহারকারী।
आरपीएफ कर्मी की सतर्कता और तत्परता से बचाई गई महिला की जान!
झांसी मंडल के ललितपुर स्टेशन पर पटरी पार कर रही एक बुजुर्ग महिला को वहां तैनात रेलवे सुरक्षाकर्मी ने अपनी जान पर खेलकर बचाया।
सभी से अनुरोध है कि एक से दूसरे प्लेटफॉर्म पर जाने के लिए फुट ओवर ब्रिज का उपयोग करें। pic.twitter.com/HZUCEXvbjs
— Ministry of Railways (@RailMinIndia) June 18, 2022
আরও পড়ুন: মানবতার নিদর্শন! বিড়ালকে রাস্তা পার করালেন ট্রাফিককর্মী