আসানসোল: টানা তিনদিন ধরে কার্যত পুলিশের বাধা উপেক্ষা করে আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবারের মতো বুধবার সকালে আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বড়তোড়িয়া গ্রামে চায়ে পে চর্চায় অংশ নেন। পরবর্তীতে দলীয় প্রার্থীকে হাঁটা পথে জনসংযোগ সারেন তিনি। এদিন ভোটের প্রচার পর্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ব্যক্তিগত মত প্রসঙ্গে। দিলীপ ঘোষের কথায়, সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন। অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘যতসব চালাকির রাজনীতি। চালাকির রাজনীতি চলছে এখানে। করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। অভিষেক তার ব্যক্তিগত মত প্রকাশ করে বলছেন ভোট হওয়া উচিত নয়। আর তার পিসি ভোট করাচ্ছেন। আসলে লোকের মনও রাখবেন! আর ভোটও খোয়াবেন না! ফাঁকতালে কারচুপি করে ভোটটা করে জিততে হবে। ওটা আমরা করতে দেব না।’
৫৭ নম্বর ওয়ার্ড থেকে বেরিয়ে দিলীপ ঘোষ পৌঁছোন ৭৮ নম্বর ওয়ার্ডের নরসিংবাঁধ এলাকায়। সেখানে উপস্থিত হয়ে ১৬০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না। তাই পুলিশকে দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। কোনও লাভ হবে না। বলছে আমি প্রচারে এসে বিধি ভঙ্গ করছি? কোথায় করছি? আমি ৫ জন নিয়ে সব জায়গায় যাচ্ছি। আমার সঙ্গে নিরাপত্তারক্ষী ও আপনারা রয়েছেন।’ অন্য়দিকে, শাসকদলের নেতাদের আক্রমণ করে বিজেপি সাংসদ বলেন, ‘ধর্মের নামে আমরা রাজনীতি করি না। আমাদের ব্যবসা করার অনেক বড় বড় লোক আছে। আমরা ধর্মের সময় ধর্ম করি। রাজনীতির সময় রাজনীতি ও ব্যবসার সময় ব্যবসা করি।’