গোয়া: অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে গ্রেপ্তার অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পান্ডে। গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে এফআইআর দায়ের করা হয় অভিনেত্রীর বিরুদ্ধে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, গোয়ার কঙ্কোনা এলাকার চাপোলি সমুদ্র সৈকতে পুনম পান্ডে অশ্লীল ভিডিও শুট করেছিলেন। কিছুদিন আগেই তাঁর সেই শুটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অভিযোগ ওঠে, পুনমের এই আচরণে গোয়ার মহিলারা অসম্মানিত হয়েছেন। এই কারণেই গোয়া ফরওয়ার্ড পার্টি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই পুনম তাঁর দীর্ঘদিনের বন্ধু স্যামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। কিন্তু তার পরপরই গোয়াতে গিয়ে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগে তুলে এফআইআর দায়ের করেন পুনম। যদিও পরে সমস্ত ঝামেলা মিটিয়ে নেন অভিনেত্রী। বুধবার স্বামী স্যামের সঙ্গে কারওয়া চৌথ মানান তিনি এবং সেই ছবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ারও করেন। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় পুনমকে।