চাঁচল: গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই সেখানে জল জমছে। সেই জলে ঘুরে বেড়াচ্ছে হাঁস। যাতায়াতের অযোগ্য ওই রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। শুক্রবার সেই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাস্তার জলে আমন ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। পরে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটি পাকা করার দাবিতে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। চার মাস আগে চাঁচল (Chanchal) -স্বরূপগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করা হলেও সেসময় পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে রাস্তা পাকা করার কথা হয়েছিল। তবে বর্ষাকাল শেষ হতে চলল প্রায় কিন্তু বিন্দুমাত্রও কাজ হয়নি। তাই এই বিক্ষোভ প্রদর্শন করা হল।
চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা কটাক্ষের সুরে বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পরেও শতাধিক পরিবার জল কাদা রাস্তায় চলাচল করছে। রোগী বা প্রসূতিকে বহু দূরে গিয়ে যানবাহন ধরতে হচ্ছে। এটা লজ্জার। আসলে এদের রাস্তার দিকে কোনও মন নেই। দুর্নীতি করতেই ব্যস্ত।‘
শাসকদল পরিচালিত চাঁচল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উৎপল তালুকদার বলেন, ‘বিজেপি ভুলভাল বকছে। দুর্নীতির কোনও যোগই নেই। রাস্তা পাকা করার জন্য টেন্ডার হয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের বিল আসছে না। তাই কাজ ধীর গতিতে চলছে।‘ চাঁচল ১-এর বিডিও সমীরণ ভট্টাচার্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে পঞ্চায়েত প্রশাসনকে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে বলে জানান বিডিও।
আরও পড়ুন: Kidney Failure Of Child | ছয় বছরের শিশুর কিডনি বিকল, চিকিৎসা করাতে না পেরে বিপাকে পরিবার