উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীঘ্রই অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত সিজন ২’ আসতে চলেছে। রবিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই ওয়েব সিরিজের বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করা হয়।অভিনেতা চন্দন রায়, ওয়েব সিরিজে তিনি বিকাশ শুক্লার চরিত্রে অভিনয় করেছিলেন। তিনিও এদিন নিজের ফেসবুক পেজে ইউটিউব লিঙ্কটি শেয়ার করেন।
ভিডিওটিতে নায়ক জিতু ভাইয়ার কিছু সেরা মুহূর্ত দেখানো হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। অ্যামাজন প্রাইমের অফিসিয়াল পেজে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘আপনাদের সামনে উপস্থাপন করছি, জিতু ভাইয়ার কিছু মুহূর্ত নিয়ে একটি সংকলন যা আমরা ভুলতে পারি না। পঞ্চায়েতের পূর্ণ ড্রামা দেখুন, অভিনয়ে জিতু ভাইয়া ওরফে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, বিশ্বপতি সরকার ও অন্যান্যরা।’
আরও পড়ুনঃ প্রয়াত র্যাপার ধর্মেশ পারমার