দোহা: মঙ্গলবার কাতারের লুসেইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ( FIFA World Cup 2022) নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও সুইজারল্যান্ড। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ। ইতিমধ্যেই শেষ আটে পৌঁছে গিয়েছে মেসির আর্জেন্টিনা, এমবাপের ফ্রান্স, নেইমারের ব্রাজিল। সিআর সেভেনও যে এদিন দলকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে চেষ্টার কোনও কসুর রাখবেন না, তা বলাই বাহুল্য। রোনাল্ডো ছাড়াও চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্সরা। তবে পর্তুগাল তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে। যদিও পর্তুগাল ম্যাচ ছাপিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি স্বাক্ষরের জল্পনাই এখন খবরের শিরোনামে। অন্যদিকে, গ্রুপ পর্বে ভালো ফুটবল খেলেছে সুইজারল্যান্ডও। গত ম্যাচে গোল পেয়েছেন জারদান শাকিরি। এদিন হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।