বর্ধমান: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে শনিবার বর্ধমানের (Burdwan) জেলা পার্টি অফিসে বিজেপির যুব মোর্চার রাজ্য কার্যকারিণী সভার দিনেই বিজেপি যুব মোর্চার বর্ধমান জেলা সভাপতি পিন্টু সামকে বহিস্কারের দাবিতে পোস্টার পড়ল শহরে। পোস্টারে পিন্টু সামকে, ডিওয়াইএফআই এর প্রাক্তন ‘হার্মাদ’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশ ওই পোস্টারে তাঁর বিরুদ্ধে চাকরির নাম করে পয়সা নেবার অভিযোগও তোলা হয়েছে। এমনকি সে নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িত বলেও পোস্টারে দাবি করা হয়েছে। পোস্টারে থাকা ছবিতে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে পিন্টু সামকে দেখা যাচ্ছে। যদিও বেনামী পোস্টারটি কে বা কারা লাগিয়েছে তার কিছু উল্লেখ নেই। তবে এই পোস্টার জেলার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এসব বিরোধীদের চক্রান্ত। আমাদের কোন নেতা, বিধায়ক বা সাংসদের চাকরী দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং চাকরীর নামে টাকা তোলার কোন বিষয় হতেই পারে না।’ পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘এটা বিজেপি দলের অভ্যন্তরীণ কলহের প্রকাশ। এখন সিপিএমের লোকজনই বিজেপি দল চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস এইসব পোস্টার দেবার রাজনীতি করে না।’ আর যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ এনে পোস্টার পড়েছে সেই পিন্টু সাম জানান, তিনি ২০১১ সাল থেকে দল করছেন। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে সংগঠন করে আসছেন। তাই হয়তো তাঁকে নিয়ে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ। সেজন্যই এই অপপ্রচার।
আরও পড়ুন : রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে পথে নামল বিজেপি