মালদা: ফের দিদির দূত ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পোস্টার মালদায়(Malda)। এবার ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় দিদির দূত বা অন্য কোনও নেতার প্রবেশের বিরুদ্ধে পোস্টার পড়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এর আগে সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁসিপাড়া গ্রামের বেশ কিছু বাড়ির দেওয়ালে লেখা দেখা যায় ‘ দিদির দূত ও নেতামন্ত্রীর এই পাড়ায় ঢোকা নিষেধ।’ মঙ্গলবার সেই একই ছবি দেখা গিয়েছে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতের গোপালপুর, কৃষ্ণপুর এবং ৫২ বিঘা এই ৩টি গ্রামেও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাগবাড়ি খোয়ার মোড় থেকে ৫২ বিঘা পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করতে হবে। যতদিন এই রাস্তা পাকা না হচ্ছে ততদিন এলাকায় কোনও রাজনৈতিক দলের নেতা প্রবেশ করতে পারবেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছেন। বিভিন্ন জায়গায় দরবার করেও সমস্যার কোনও সমাধান হয়নি। তাই রাস্তা না হলে তাঁরা কাউকে গ্রামে ঢুকতে দেবেন না। প্রয়োজনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। কাজিগ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। তাই বিষয়টি নিয়ে তৃণমূলকেই আক্রমণ করেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, উন্নয়নের টাকা লুটেপুটে খাওয়ায় এমন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের। যদিও তৃণমূলের যুক্তি বহু জায়গায় সাধারণ মানুষ তাঁদের নেতাকর্মীদের স্বাগত জানাচ্ছেন, দু-একটি জায়গায় অভিযোগ থাকতেই পারে। সেগুলো শুনতেই তাঁরা এলাকায় যাচ্ছেন।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মঘাতী বৃদ্ধা!