উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ওআরএসের আবিষ্কারক ডা. দিলীপ মহলানবীশকে(Dilip Mahalanabis) মরনোত্তর পদ্মবিভূষণ পুরষ্কারে ভূষিত করল কেন্দ্র। শিশুরোগ এবং ঔষধ বিভাগের জন্য এ বছর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। সব মিলিয়ে ৬ জনকে পদ্মবিভূষণ, ৯ জনকে পদ্মভূষণ ও ৯১ জনকে পদ্মশ্রী পুরষ্কার দেওয়া হয়েছে। তবে এবছর ভারত রত্ন পুরষ্কার প্রাপক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।
১৯৩৪ সালের ১২ নভেম্বর অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় জন্ম দিলীপ মহলানবীশের। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শিশুরোগ বিভাগে স্নাতক হন তিনি। লন্ডন এবং এডিনবরা থেকেও ডিগ্রি অর্জন করেন। ব্রিটেনে কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেন-এর প্রথম ভারতীয় রেজিস্ট্রার ছিলেন তিনি। ছয়ের দশকে জন্স হপকিন্স ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (কলকাতা)-এ যোগদান করেন। এহেন বিশ্ববরেণ্য বিজ্ঞানী দেশে খানিকটা উপেক্ষিতই ছিলেন। ২০২২ সালে তাঁর মৃত্যু হয়। পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার আরও তিনজন। তাঁরা হলেন কাঁথা শিল্পী প্রীতিকনা গোস্বামী, টোটো ভাষা সংরক্ষক ধনিরাম টোটো এবং জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী মঙ্গলাকান্তি রায়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ