কলকাতা: স্কুলের সামনে শুটআউট! স্থানীয় এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ১ নম্বর ব্লকের বিশ্বনাথপুরে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো মজার ছলে বোমা ফাটাচ্ছে। তাই বাড়ি থেকে বেরোননি। বুধবার বিষয়টি সবার স্পষ্ট হয়। বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে স্থানীয় যুবক বাপি নায়েকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা তাঁকে খুন করে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।