ডিজিটাল ডেস্ক : মদের নেশায় মেতে উঠতে দেখা যায় অনেক সুরাপ্রেমীকেই। তা বলে মোরগের মদের নেশা? ঠিক এরকমই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা ডিস্ট্রিকের পিপারি গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা ভাউ কাটোর যিনি নিজে কোনদিন মদ না খেলেও তাঁকে নিত্যদিন তাঁর মোরগের জন্য মদ জোগাতে হচ্ছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, মোরগটি কিছুকাল আগে খুবই অসুস্থ হয়ে পড়ে। পোলট্রি ফার্মের মালিক ভাউ কাটোর এক গ্রামবাসীর পরামর্শে তাঁর মোরগকে লোকাল মহুয়ার মদ খাওয়ান। কিন্তু এখন দেখা যাচ্ছে, মোরগটি পুরোপুরি সুস্থ হয়ে গেলেও এখন মদ না পেলে অন্য কিছু সে খাচ্ছে না। অনেক সময় লোকাল মদ পাওয়া না গেলে পোলট্রি মালিক তার জন্য বিদেশি ব্র্যান্ডের মদ সংগ্রহ করছেন। পোলট্রি মালিক জানিয়েছেন, মোরগের পেছনে শুধু মদের খরচই প্রত্যেক মাসে ২ হাজার টাকা। পশু চিকিৎসকদের পরামর্শ, মোরগটিকে মদের থেকে দূরে রাখার জন্য প্রয়োজন ভিটামিন ট্যাবলেট যেগুলো অনেকটাই অ্যালকোহলের মত স্বাদযুক্ত। পশু চিকিৎসকদের মতে, পশুপাখিদের কখনোই এভাবে অ্যালকোহল খাওয়ানো উচিত নয়। ঘটনাটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
আরও পড়ুন : পাখির চোখ লোকসভা ভোট, অন্ধ্রপ্রদেশে আইপ্যাকের হাত ধরলেন জগন