উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল প্রভাসের ‘আদিপুরুষ’-এর মুক্তির দিন। আগে ঘোষণা করা হয়েছিল ২০২২-এর অগাস্ট মাসে মুক্তি পাবে প্রভাস, সইফ আলি খান এবং কৃতী শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’। কিন্তু, শিবরাত্রির দিন নেটমাধ্যমে নতুন মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেতা। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১২ জানুয়ারি। জানা গিয়েছে, ছবির ভিজুয়াল এফেক্ট-এর কাজ বাকি থাকার কারণেই ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ‘রামায়ণ’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’-এর গল্প। এটি হবে ২০২৩ সালের প্রথম বিগ বাজেটের সিনেমা। ওম রাউত পরিচালিত এই ছবিতে আদিপুরুষের চরিত্রে অভিনয় করবেন প্রভাস, লঙ্কেশের চরিত্রে থাকবেন সইফ আলি খান আর সীতার চরিত্রে কৃতী শ্যানন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাবে।
স্ত্রী করিনার টানে পাহাড়ে পৌঁছে গেলেন সইফ আলি খান
পাহাড়ে সইফ আলি খান
Read more