ডিজিটাল ডেস্ক : একদিকে যখন তৃণমূলের সঙ্গে কাজ করে চলেছেন প্রশান্ত কিশোরের টিম, সেই সময়ে শোনা যাচ্ছে প্রশান্ত কিশোর এবার কংগ্রেসের জমি মজবুত করার কাজে নামতে চলেছেন। আর তাই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা মেঘালয়ে। প্রসঙ্গত জানা যাচ্ছে, মেঘালয়ে প্রশান্ত কিশোরের(prashant kishor) ডাকে সাড়া দিয়ে ১১ জন বিধায়ককে নিয়ে কংগ্রেস ছেড়ে মুকুল সাংমা যোগ দিয়েছেন তৃণমূলে। এখন সেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। এই অবস্থায় মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ জানিয়েছেন, প্রশান্ত কিশোরের দল একই সঙ্গে কংগ্রেস ও তৃণমূলের হয়ে কাজ করতে পারে না। প্রসঙ্গত, পরের বছর মেঘালয়ে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়েছে প্রশান্ত কিশোরের টিম। তবে মেঘালয়ে বিজেপি ও এনপিপি জোটকে টক্কর দেওয়ার জন্য কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের। এই অবস্থায় প্রশান্ত কিশোরের গতিবিধির ওপর কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : কংগ্রেসকে বাঁচিয়ে রাখার পণ পিকে-র