ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক তরজা চলছে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোরের অভিযোগ, নীতিশ কুমার সামনে বিজেপির সঙ্গে কোন সম্পর্ক নেই বললেও আড়ালে কিন্তু তিনি যোগসূত্র রেখে দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্কের।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার(Nitish Kumar) প্রশান্ত কিশোরের অভিযোগের ভিত্তিতে তীব্র কটাক্ষসহ বলেন, প্রশান্ত কিশোরের বয়স কম, জনপ্রিয়তা পাওয়ার জন্য এভাবে বলে যাচ্ছেন তিনি। আর এবার পালটা চ্যালেঞ্জ করলেন প্রশান্ত কিশোর। তিনি নীতিশ কুমারকে চ্যালেঞ্জ করে বলেন, যদি নীতিশ কুমার বিজেপির সঙ্গে কোন সম্পর্ক নাই রাখেন, তাহলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জেডিইউ নেতা হরিবংশকে যেন পদত্যাগ করতে বলা হয়।
এর আগেও প্রশান্ত কিশোর অভিযোগ তুলেছিলেন, যেহেতু নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি পদে নিয়োগ করা হয়নি, তাই তিনি বিজেপির সঙ্গ ছেড়েছেন। সব মিলিয়ে বলা যায়, প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমারের তরজা আপাতত বন্ধ হবার কোন জায়গায় নেই। প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে অবশ্য এখনো পর্যন্ত নিতীশ কুমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।