মেটেলি: প্রাক বসন্ত উৎসবে মাতল মেটেলিবাসী। বৃহস্পতিবার মেটেলির বিভিন্ন স্কুলে প্রাক বসন্ত উৎসব উপলক্ষ্যে নাচ, গান সহ একাধিক অনুষ্ঠানে মেতে উঠল বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ মেটেলিবাসী। সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের খুদে পড়ুয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নৃত্যে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও এদিন মেটেলিবাসী নাচ ও গানে অংশ নেয়। শেষে রং খেলায় মাতেন সকলেই।
আরও পড়ুন : দোলের আগে নাকা চেকিং পুলিশের