ডিব্রুগড়: অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠল একাংশ ছাত্রের বিরুদ্ধে। অসমের(Assam) ডিব্রুগড় জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, স্কুলে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করত এক ছাত্র। পড়াশোনাতেও সে অমনোযোগী। রবিবার স্কুলের শিক্ষক-অভিভাবক বৈঠকে ওই ছাত্রের বাবা-মায়ের কাছে নালিশ করেছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইতিহাসের এক শিক্ষিকা। এই ‘অপরাধে’ স্কুল চত্বরেই একাংশ ছাত্র ওই শিক্ষিকার ওপর চড়াও হয়। তারা অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের ভাইস প্রিন্সিপাল ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন। দশম ও একাদশ শ্রেণির একাংশ ছাত্র তাঁর বাসস্থানেও হামলার চেষ্টা করে বলে অভিযোগ। ভাইস প্রিন্সিপাল রথিস কুমার জানান, দশম এবং একাদশ শ্রেণির ২২ জন ছাত্র ওই শিক্ষিকাকে হেনস্তায় জড়িত। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত পুলিশে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে খবর।
ওডিশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি, ভর্তি হাসপাতালে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশার(Odisha) স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেডি বিধায়ক নবকিশোর দাসকে গুলি করে খুনের চেষ্টা। রবিবার সকালে ওডিশার ঝাড়সুগুড়া জেলার...
Read more