গাজোল: জমি মাফিয়াদের দাবিমতো নিজের বসতবাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় বাড়িতে হামলা চালিয়ে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করার অভিযোগ উঠল জমি মাফিয়া তথা তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটে গাজোলের আলাল অঞ্চলের মুড়িয়াকুণ্ড গ্রামে। ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলা। থানায় অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ।
জানা গিয়েছে, মুড়িয়াকুণ্ড বাসস্ট্যান্ডে একটি বসতবাড়ি এবং একটি দোকান রয়েছে সাজনুল বেওয়ার। অভিযোগ, তাঁর জমির পেছনে জমি কিনে প্লট করে বিক্রি করছে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা তথা জমি মাফিয়া। কিন্তু সেই জমির সামনে সাজনুল বেওয়ার জমি থাকায় প্লট করে বিক্রি করতে কিছুটা অসুবিধা হচ্ছিল তাঁদের। তাই সাজনুল বেওয়াকে জমি বিক্রি করার জন্য চাপ দিতে থাকে জমি মাফিয়ারা। কিন্তু জমি বিক্রি করতে তাঁরা রাজি না হওয়ায় দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর সোমবার হামলা চালিয়ে সাজনুল বেওয়ার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মারধর করে তারা। তৃণমূল নেতাদের ভয়ে সপরিবারে এলাকাছাড়া রয়েছেন সাজনুল বেওয়া। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি।