চোপড়াঃ ব্যক্তিগত অ্যাচিভমেন্টের লক্ষ্যে চারশো কিলোমিটার দৌড়ে সামিল হলেন জিয়াসমিন সুলতানা। ইটাহার হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী জিয়াসমিন। বাবা সুলতান মহম্মদ পরিযায়ী শ্রমিক। মা পিংকি বিবি গৃহবধূ। শনিবার সকালে সুলতানা বাগডোগরা থেকে দৌড় শুরু করেন।
৪৪ কিলোমিটার পথ অতিক্রম করে এদিন বিকেলে তিনি চোপড়ায় পৌঁছান। চোপড়া ফরেস্ট বাংলোতে রাত্রিযাপন করে, রবিবার ভোর ৫টায় তিনি ফের দৌড় শুরু করবেন। এদিন চোপড়াতে পৌঁছাতেই তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এলাকার বিধায়ক হামিদুর রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি মহম্মদ আজহারউদ্দিন সহ অন্যান্যরা।
জিয়াসমিনকে সবরকম সহযোগিতা করে চলেছেন দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফরহাদ বানু ও তাঁর স্বামী জাবেদ আখতার। তাঁরা দু’জনেই জিয়াসমিনের সঙ্গে ছিলেন। তাঁর যাত্রায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে কন্যাশ্রী সবুজ সাথীর মতো রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টেবলো বের করা হয়।
জানা গিয়েছে, সুলতানা জাতীয় সড়ক ধরে রায়গঞ্জের কর্ণঝোরা, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, কুশমুন্ডি, বুনিয়াদপুর, গাজোল, সামসি, চাঁচোল হয়ে ফের ইটাহার ফিরবেন। মিনি অলিম্পিকে যাওয়ার জন্য জিয়াসমিন প্রস্তুতি নিচ্ছে। সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করছে।
আরও পড়ুন: রায়গঞ্জে প্রকাশিত হল ‘পাড়া কথায় রায়গঞ্জের ইতিহাস’