চালসা: রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতীর পুজো। দুই বছর পর ফের এবার সাড়ম্বরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জায়গায়। এবারের সরস্বতী পুজোকে কেন্দ্র করে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দারুণ উৎসাহ দেখা যায়। বুধবার সকাল থেকেই বিদ্যালয়গুলোতে পুজোর আয়োজন করতে পড়ুয়াদের ব্যস্ততা তুঙ্গে। পড়ুয়াদের সঙ্গে পুজোর আয়োজনে হাত মেলায় শিক্ষক শিক্ষিকারাও। এদিন বিদ্যালয়গুলোতে পড়ুয়াদের মণ্ডপ সজ্জা, আলপনা আঁকা সবেতেই হাত লাগাতে দেখা যায়। এদিন মেটেলি ব্লকের পূর্ব বাতাবাড়ি সি এম বিদ্যালয়, বিধাননগর উচ্চ বিদ্যালয়, চালসা(Chalsa) গয়ানাথ বিদ্যাপীঠ, মেটেলি উচ্চ বিদ্যালয়, মেটেলি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক, জুনিয়র, শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে একই ছবি দেখা যায়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ