ডিজিটাল ডেস্ক : ইউক্রেন রাশিয়া(ukraine-russia) যুদ্ধ পরিস্থিতিতেই ন্যাটোর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। তবে এবার নড়েচড়ে বসেছে ন্যাটো(nato)। সূত্রের খবর, ইতিমধ্যেই ন্যাটোর তরফ থেকে অ্যাক্টিভেট করা হল বাহিনীকে। জানা গিয়েছে, লাটাভিয়ার আজাদি সেনাঘাঁটিতে ন্যাটোর সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো স্পষ্ট নয়, ন্যাটো ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ান সেনার বিরুদ্ধে লড়াই করবে কিনা। যেহেতু ইউক্রেন এখনো পর্যন্ত ন্যাটোর সদস্য নয়, তাই সেই দেশের সুরক্ষার দায় আদৌ আমেরিকা কিংবা ন্যাটো নেবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছে। তবে এ কথা ঠিক, রাশিয়া যদি ইউক্রেন দখল করে নেয় তাহলে কিন্তু চাপ বাড়বে নিকটবর্তী ন্যাটো দেশগুলির ওপর। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তার ওপর কড়া নজর রাখছে ওয়াকিবহাল মহল।
রাশিয়ার দখলে ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহর, পিছু হটছে কিভসেনা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ পাঁচ মাস অতিক্রান্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ( Russia Ukraine War)। রাশিয়ার আক্রমণে একের পর এক শহর...
Read more