মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা(Mathabhanga) কলেজের মাঠে আগামী ১১ ফেব্রুয়ারি জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস মাথাভাঙ্গা শহর ব্লক কমিটির উদ্যোগে পুরসভার অতিথি নিবাসে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক সহ মাথাভাঙ্গার বিভিন্ন ব্লকের দলের ব্লক সভাপতিরা। তৃণমূল কংগ্রেস মাথাভাঙ্গা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, সভায় আগামী ১১ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দলীয় রূপরেখা চূড়ান্ত করতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ