সামসী: কালীপুজোর রেশ কাটতে না কাটতেই এবার ছটপূজার পালা। চাঁচল সদরেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজিত হয় ছট্টি মাইয়া। ছটপুজো মানেই ষষ্ঠী ও সূর্য্যের একসাথে আরাধনা যাকে বলা হয় ছট্টী মাইয়্যা।
প্রশাসন সূত্রে খবর, চাঁচল সদরের দুটি পুকুরে হবে পুজো। শহরের হাসপাতাল রোডের ধারে অবস্থিত সিদ্ধেশ্বরী স্কুল সংলগ্ন পুকুর ও খাজন্তি পুকুরে ছটপুজো হয়ে থাকে। ছটে প্রতি বছর পুকুরের চারিদিকে ঘাট দখল করে থাকেন ভক্তরা। এবারও চার সপ্তাহ আগে দখলের চিহ্ন মিলেছে।
স্থানীয় বাসিন্দা শম্ভু চৌহান জানান, প্রায় ৫০ বছর ধরে খাজন্তি পুকুর ও সিদ্ধেশ্বরী পুকুরে পুজো হয়ে আসছে। তার আগে এলআইসি ভবনের পিছনে স্বর-সাগর পুকুরের ঘাট তৈরী করে পুজো চলত। চারিদিকে ঘনবসতি হওয়ায় স্থান্তরিত হয়েছিল। শুক্রবার সূর্যাস্ত হওয়ার আগেই চাঁচলে কলেজ রোডে ভিড় দেখা যাবে। প্রশাসনের তরফে তা নজর দেওয়া হবে ও সরকারি সুরক্ষাবিধিকে লক্ষ্য রেখে ঘাটে ভিড় এড়াতে সক্রিয় থাকবে প্রশাসন।
অন্যদিকে, বুধবার শেষ মুহুর্তের প্রস্তুতি দেখা গেছে চাঁচলের ঘাটগুলিতে। সবাই নিজ নিজ ঘাট বাঁশ, কলাগাছ ও ফুল দিয়ে সাজাতে ব্যস্ত। তবে পুকুরের চারপাশের নর্দমা পরিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন চাঁচল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।