ডিজিটাল ডেস্ক : দীর্ঘ রোগ-যন্ত্রণার শেষে অবশেষে মুক্তি পেলেন সুরজিৎ সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুর ১.৫৭ মিনিটে ৭১ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু শেষমেশ তিনি লড়াইয়ে হেরে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, হাসপাতাল থেকে সুরজিতের দেহ আগে যাবে ইস্টবেঙ্গল ক্লাবে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে এবং তারপর মোহনবাগান ক্লাবে নিয়ে যাওয়া হবে সুরজিৎ সেনগুপ্তর মৃতদেহ। সেখান থেকে তাঁকে গলফ গ্রীনের বাড়িতে আনা হবে। বাড়িতে কিছুক্ষণ রেখে সন্ধ্যে সাতটা নাগাদ গলফ গ্রীনেই ‘উদয় সদন’ নামে একটি কমিউনিটি হলে তাঁর দেহ রাখা হবে। সেখানে তাঁর ভক্তরা ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর সুরজিতের শেষকৃত্য সম্পন্ন হবে শ্মশানে। সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে ইতিমধ্যেই ক্রীড়াজগতের নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত