বুনিয়াদপুর: পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের রাজ্য স্তরীয় আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ থেকে শুরু কলকাতায়। নিউ টাউন রবীন্দ্র তীর্থে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বংশীহারী ল্যাম্পসের (আদিবাসী সমবায়) তরফে মুন্ডা সম্প্রদায় ও কোড়া সম্প্রদায়ের এক ঝাঁক শিল্পী মঙ্গলবার রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার কলকাতা রবীন্দ্র তীর্থতে বিগত বছরের বিজয়ী বংশিহারির বিরসা মুন্ডা নিউ ঝুমুর দল ঝুমুর নৃত্য প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও বংশীহারী ল্যাম্পসের হয়ে বৃহস্পতিবার কোড়া সম্প্রদায়ের সোনালী নৃত্যদল তাদের খেমটা নৃত্য প্রতিযোগিতায় অংশ নেবেন। বর্তমানে দুই দলের ৩৬ জন কলাকুশলী সল্টলেক স্টেডিয়ামে রাজ্যস্তরে প্রতিযোগিতায় বেস্ট পারফরমেন্সের জন্য মহড়া দিয়ে চলেছেন।
উল্লেখ্য, আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে প্রতি জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকার কাজ করে চলেছে ল্যাম্পস। সারা বছর আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির মানোন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান করে আসছে। ইতিপূর্বে ব্লক ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের জেলাস্তর প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় পাঠানো হয়েছে। ইতিপূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার বালাপুরে গত ২১ ডিসেম্বর সান্তাল, মুন্ডা, ওরাওঁ ও কোড়া সম্প্রদায়ের সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার জেলা থেকে চারটি দল রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
বংশীহারী বিরসা মুন্ডা নিউ ঝুমুর দলের টিম লিডার রানা পাহান বলেন, ‘১৬ জন কলাকুশলীদের নিয়ে বৃহস্পতিবার রবীন্দ্র তীর্থে বিভিন্ন জেলার সঙ্গে আমরা ঝুমুর নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। জয়ের বিষয়ে আশাবাদী।’ বংশীহারী ল্যাম্পসের সম্পাদক কুমার পাহান জানান, বংশীহারী বিরসা মুন্ডা নিউ ঝুমুর দল গত দু’বছর আগে রাজ্যে জয়ী হয়েছিল। এবারে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আশা করছি এবারেও তারা জয়ী হয়ে আসবে।