বুনিয়াদপুর: বুনিয়াদপুর কিষান মান্ডিতে সোমবার থেকে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে। তার প্রস্তুতির জন্য কৃষকদের কিষান মান্ডি থেকে ধান বিক্রির কার্ড দেওয়া চলছে। জমির খতিয়ান নং, ব্যাংক পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড ও কৃষকবন্ধুতে নাম থাকলে এই কার্ড মিলছে নির্দিষ্ট কাউন্টার থেকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বংশীহারিতে এ পর্যন্ত ৪০০০ কৃষককে এই কার্ড দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রতিদিন কুড়িজন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। প্রত্যেক কৃষক একটি কার্ডে ১০ কুইন্টাল করে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রয় করতে পারবেন। কুইন্টাল প্রতি ১৯৪০ টাকা সরকারি মূল্য ধার্য হয়েছে। সঙ্গে উৎসাহ ভাতা হিসেবে কুইন্টাল প্রতি কুড়ি টাকা করে কৃষকরা পাবেন। ধান বিক্রির ৭২ ঘণ্টার মধ্যে আরটিজিএস এর মাধ্যমে কৃষকরা অ্যাকাউন্টে টাকা পাবেন। জেলার আটটি কেন্দ্র থেকে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে।
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
বালুরঘাট: ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। সোমবার এসবের প্রতিবাদে বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় ট্রাফিক পুলিশ কর্মীদের আটকে...
Read more