নয়াদিল্লি: শনিবার দিল্লির সেনা হাসপাতাল থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। তাঁর শারীরিক অবস্থার পরীক্ষার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।
The President has been under observation after a routine medical checkup. He thanks all who enquired about his health and wished him well.
— President of India (@rashtrapatibhvn) March 27, 2021
শনিবার রাষ্ট্রপতি ভবনের তরফে লিখিত বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে।’
প্রসঙ্গত, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার সকালে বুকে ব্যথা ও অস্বস্তি অনুভূত হলে তাঁকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয়।