নয়াদিল্লি: সোমবার বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন যশবন্ত সিনহা(Yashwant Sinha)। মনোনয়ন জমার পর নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে তিনি সাংবাদিক সম্মেলন করেন। বিরোধী জোটের তরফে প্রথমে শরদ পাওয়ার, পরে ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাঁরা রাজি না হলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ, বিরোধী জোটের চতুর্থ পছন্দ ছিলেন যশবন্ত। সেই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি বিরোধী দলের চতুর্থ পছন্দ। এনিয়ে আমার কোনও সমস্যা নেই। আমি দশম পছন্দ হলেও তা মেনে নিতাম।’ যশবন্ত আরও বলেন, ‘এটা খুব বড় লড়াই। তবে আমি প্রস্তুত।’ জয়ের বিষয়ে আশাবাদী বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী। তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। কারণ আমরা সত্যের পথে রয়েছি। আমরা কোনও ভুল পদক্ষেপ করছি না।’ এদিকে, যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা বিজেপি সাংসদ। স্বাভাবিকভাবেই তিনি এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবেন। সেই প্রসঙ্গে যশবন্ত বলেন, ‘বিজেপি সাংসদ জয়ন্ত সিনহার সমর্থন না পাওয়ায় কোনও সমস্যা হবে না। ছেলে রাজধর্ম পালন করবে, আর আমি রাষ্ট্রধর্ম।’
এদিন যশবন্ত সিনহার মনোনয়ন পেশে দেখা গিয়েছে বিরোধী ঐক্য। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রমুখ। এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে তারা যশবন্ত সিনহাকেই সমর্থন করবে। যশবন্ত মনোনয়ন জমা দেওয়ার কিছুক্ষণ আগে এদিন টিআরএস-এর তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন।
আরও পড়ুনঃ কথা মতোই জুলাই থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে পঞ্জাব সরকার