ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্রমশ জমে উঠেছে জাতীয় রাজনীতি। প্রসঙ্গত, বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এবার রাষ্ট্রপতি নির্বাচনে কোন ওবিসি জনজাতির মহিলাকে প্রার্থী করার পরিকল্পনা ছিল। কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানাতে পারে দক্ষিণের দলগুলি। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির (Jaganmohan Reddy) সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অবিজেপি রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এগিয়ে এসেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। মনে করা হচ্ছে, যদি ভেঙ্কাইয়া নাইডু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন, তাহলে দক্ষিণের দলগুলি বিজেপিকেই সমর্থন করবে। ফলে সহজেই ভোট ঘাটতি পূরণ করে বিজেপির মনোনীত প্রার্থী জিতে যাবে। সেক্ষেত্রে বিজেপি এবার কি সিদ্ধান্ত নেবে সেদিকেই নজর থাকছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: তাজমহলের জমি নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ দিয়া কুমারীর