উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় মাথা চাড়া দিয়েছে দালাল চক্র এবং এদের মদত দিচ্ছে বিজেপি ও তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি জানান, নির্বাচনের আগে ‘নীরব সন্ত্রাস’ চালানো হচ্ছে। পাশাপাশি অশোকের কটাক্ষ, তৃণমূলের দৌলতে ‘নিউ সিভিল সোসাইটি’ সংস্কৃতির আমদানি হয়েছে। সমাজের সমস্ত দিক পরিচালনা করছে ‘অর্থবান’ ও ‘অসামাজিক’ ব্যক্তিরা। যার ফলে দরিদ্র গ্রামীণ মানুষজন তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান হারাতে বসেছেন। মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে মানুষদের অভাব-অভিযোগের কথা বলতে গিয়ে তিনি জানান, গ্রামের কৃষক ও চা বাগানের শ্রমিকরা কাজের অভাবে দিনমজুরের জীবিকাকে আশ্রয় করছেন। এতে এই দুই পেশার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও জানান, এর ফলে বামেরা গ্রামাঞ্চলে তাঁদের শক্তি হারিয়ে ফেলছে। গ্রামীণ মানুষেরা ১০০ দিনের কাজ ঠিকভাবে পাচ্ছেন না বলেও তিনি অভিযোগ করেন। বা কাজ পেলেও সঠিক মজুরিও তাদেরকে দেওয়া হচ্ছে না। পাশাপাশি মাটিগাড়া সহ আঠারোখাই অঞ্চলকে সেমি আরবান এলাকা বলে আখ্যায়িত করে অশোকবাবুর দাবি, পুরসভা ও পঞ্চায়েতের মাঝামাঝি পড়ে এই দুই এলাকা কোনওদিক থেকেই সুযোগ সুবিধা পাচ্ছে না। তিনি এই দুই অঞ্চলকে পুরসভা করার দাবিও তোলেন। তবে আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বামেরা ভালো ফল করবে বলে আশাবাদী তিনি।
আরও পড়ুন : মহকুমাজুড়ে প্রত্যেক জায়গায় পদ্ম ফুটবে, খড়িবাড়িতে আশ্বাস নিশীথের