উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উদয়পুরে কানহাইয়ালাল হত্যার পেছনে জেহাদি শক্তির হাত রয়েছে। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়ি জেলা শাখা। বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সহ সভাপতি রঞ্জিত বকসি বলেন, ‘সারা দেশে নানান জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। অবিলম্বে এই অত্যাচার বন্ধ হওয়া উচিত।’ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছে বলেও তিনি দাবি করেন। ভবিষ্যতে দেশের কোনও জায়গায় সাম্প্রদায়িক অত্যাচার হলে বড়সড়ো আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে শিলিগুড়িতে বিক্ষোভরত বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন সদস্যকে পুলিশ আটক করে। সে বিষয়েও ক্ষোভ উগড়ে দেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের প্রশ্ন, শান্তিপূর্ণ প্রদর্শন থেকে বিনা প্ররোচনায় কেন সদস্যদের আটক করে নিয়ে গিয়ে টানা ১৬ ঘণ্টা শিলিগুড়ি থানার ভেতরে আটকে রাখা হল?
শিক্ষিকার বদলিকাণ্ডে সিবিআই তদন্তের রায়ের বিরুদ্ধে পালটা আপিল সার্কিট বেঞ্চে
জলপাইগুড়ি: শিক্ষিকার বদলি ঘিরে সিবিআই তদন্তের রায়ের বিরুদ্ধে পালটা আপিল মামলা দায়ের হল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আগামী ১১ অগাস্ট...
Read more