লখনউ: লকডাউনের মধ্যেই সরকারি নির্দেশিকা উপেক্ষা করে নামাজ পড়তে জমায়েত করেন কয়েকজন। মসজিদে জমায়েত করতে বারণ করে পুলিশ। এর পরই জমায়েতের কয়েকজন অতর্কিতে পুলিশের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হন। শুক্রবার উত্তরপ্রদেশের কনৌজ জেলায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
পুলিশ সুপার অমরেন্দ্র প্রসাদ সিং জানান, মসজিদে জুমার নামাজের জন্য জড়ো হওয়া ২৫-৩০ জনকে পুলিশ জমায়েত করতে বারণ করেছিলেন। তারপরই এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, এই ঘটনায় স্থানীয় গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রাজভীর সিং এবং অন্য এক পুলিশ কনস্টেবল সৌদন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এ ঘটনায় পরিচয় মিলেছেে এমন ২৫ জন ও অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কাজে বাধা দিলে বা হামলা চালালে হামলাকারীর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের করা হবে। এমনটাই ঘোষণা করেছে যোগী সরকার।