চালসা: খবরের জেরে অবশেষে শিক্ষক পেল মেটেলি( Matelli) ব্লকের প্রত্যন্ত ছাওয়াফেলি এস পি প্রাথমিক বিদ্যালয়। প্রায় ৮ মাস ধরে ওই বিদ্যালয়টি সুদীপ গঙ্গোপাধ্যায় নামে এক শিক্ষক চালাতেন।পড়ুয়াদের পঠনপাঠন সহ মিড-ডে মিলের যাবতীয় কাজ তাঁকেই করতে হতো। ফলে সমস্যায় পড়তে হতো ওই শিক্ষককে। খবরটি উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে শিক্ষা বিভাগ। ২৮ নভেম্বর বিদ্যালয়ে অভিজিৎ দত্ত রায় নামে এক শিক্ষক যোগদান করেন। নতুন ওই শিক্ষককে পুষ্পস্তবক দিয়ে স্বাগতও জানানো হয়। বিদ্যালয়ে শিক্ষক যোগদান করায় খুশি অভিভাবকরাও। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ গঙ্গোপাধ্যায় বলেন, ‘একার পক্ষে বিদ্যালয়টি চালাতে খুবই সমস্যা হচ্ছিল। মেটেলির বিডিও, অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের চেষ্টায় নতুন এক শিক্ষক যোগদান করলেন।‘
লোকালয় থেকে সম্বর উদ্ধার
নাগরাকাটা: পথ ভুলে লোকালয়ে চলে আসা সম্বরকে জঙ্গলে ফেরাল বন দপ্তর। রবিবার ঘটনাটি ঘটে নাগরাকাটার আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের...
Read more