কালিয়াগঞ্জ: বিষ খেয়ে আত্মঘাতী প্রাথমিক শিক্ষক! কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকার ঘটনা। প্রাথমিক শিক্ষক কুণাল ভট্টাচার্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল কুণালবাবুর। তাঁর কাঁধে ঋণের বোঝাও ছিল। সেই কারণে তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিকভাবে মনে করছেন অনেকে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।