কলকাতা: দুই সপ্তাহের মধ্যে স্ত্রী, পুত্র সহ গোটা পরিবারের সম্পত্তির হিসেব দিতে হবে মানিক ভট্টাচার্যকে(Manik Bhattacharya)। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।
মঙ্গলবার হাইকোর্টে হাজিরা দেন তৃণমূল বিধায়ক তথা সদ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্যকে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে। স্ত্রী, পুত্র এমনকি পুত্রবধূর নামে কত সম্পত্তি রয়েছে তারও তথ্য দিতে হবে। হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ জুলাই। আদালত এও জানায়, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না তৃণমূল বিধায়ক। এই হলফনামায় দেওয়া তথ্যকেই সঠিক বলে মনে করা হবে। সম্প্রতি, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করা হয়। তাঁর পরিবর্তে আপাতত দায়িত্ব সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী।
দলীয় কর্মসূচিতে গিয়ে অসুস্থ সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র
ডিজিটাল ডেস্ক: সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)। একুশের বিধানসভার নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে জয়লাভ করেন। হঠাৎ করেই লাভলী...
Read more