উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: চলতি মাসেই গোয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবিষয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্যের ৬০তম স্বাধীনতা দিবসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতেই ১৯ ডিসেম্বর গোয়ায় পৌঁছোবেন প্রধানমন্ত্রী।
PM Narendra Modi to visit Goa on December 19 to participate in the closing ceremony of State's 60th Liberation Day: Goa CM Pramod Sawant pic.twitter.com/SZi4LdoqWX
— ANI (@ANI) December 8, 2021