ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার(Nupur মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলি। আর এবার মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ আবু ধাবিতে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। জানা যাচ্ছে, ২৬ থেকে ২৮ জুনের সফরে প্রথমে প্রধানমন্ত্রী মোদী যাবেন জার্মানিতে জি সেভেন-এর বৈঠকে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে যোগ দিতে। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সংযুক্ত আরব আমিরশাহী সফরে। প্রসঙ্গত, গত মাসে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যু হয়েছে। নতুন রাজা হয়েছেন শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফার মৃত্যুতে শোক প্রকাশ করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে ২৮ শে জুন আবু ধাবি যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তিনি ওই একই দিনে ভারতে ফিরে আসবেন বলে জানা গিয়েছে। সমালোচকদের অনেকেই মনে করছেন, নূপুর শর্মা ইস্যুতে যে ক্ষত তৈরি হয়েছে, তা মেরামতি করতেই আসরে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই সফরে অবশ্যই নজর থাকছে বিশেষজ্ঞদের।
‘একবারে বাজিমাত হবে নাকি?’, বাংলায় বিজেপির ফলে খুশি মিঠুন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফলে খুশি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন বিজেপির রাজ্য দপ্তরে এক বৈঠকের পর...
Read more